বণ কাকে বলে? – Borno Kake Bole In Bengali

By Amit Kumar

Published on:

বণ কাকে বলে? - Borno Kake Bole In Bengali
- Advertisement -

Q: বর্ণ/বণ কাকে বলে?

Ans: মনের কথা লিখে প্রকাশ করার জন্য যে সব সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় সেগুলোকে বর্ণ বলে ।

অথবা

- Advertisement -

বিভিন্ন ধ্বনিকে লেখার সময় বা নির্দেশ করার সময় যে চিহ্ন ব্যবহার করা হয়, তাকে বর্ণ বলে।

বর্ণ দুই প্রকার- ১.স্বরবর্ণ ও ২. ব্যঞ্জনবর্ণ।

১.স্বরবর্ণ[SwarBorno]: স্বরবর্ণ কাকে বলে?

স্বরধ্বনি নির্দেশ করার জন্য ব্যবহৃত বর্ণকে স্বরবর্ণ বলে।

অথবা

- Advertisement -

যে সকল বর্ণ অন্য কোনো বর্ণের সাহায্য ছাড়াই নিজে নিজে উচ্চারিত হতে পারে এবং ব্যঞ্জনবর্ণ উচ্চারণে সাহায্য করে তাদের স্বরবর্ণ বলে

যেমন:


২. ব্যঞ্জনবর্ণ[Biyonjon Barna]: ব্যঞ্জনবর্ণ কয়টি কি কি?

ব্যঞ্জনধ্বনি নির্দেশ করার জন্য ব্যবহৃত বর্ণকে ব্যঞ্জনবর্ণ বলে।

- Advertisement -

যেসব বাংলা বর্ণ উচ্চারিত হওয়ার সময় মুখগহ্বরের কোথাও না-কোথাও বাধাপ্রাপ্ত হয় তাদের বলা হয় বাংলা ব্যঞ্জনবর্ণ।ব্যঞ্জনবর্ণগুলো উচ্চারিত হতে অন্য বর্ণের সাহায্যের প্রয়োজন হয়; এরা অন্যান্য বর্ণের সাহায্যে (মূলতঃ স্বরবর্ণের) উচ্চারিত হয়ে থাকে।

ব্যঞ্জনবর্ণ হচ্ছে এমন কিছু বর্ণ যারা অন্য কোনো বর্ণের সাহায্য ছাড়া নিজে নিজে উচ্চারিত হতে পারে না। বিশ্বের প্রতিটি ভাষাতেই এধরনের কিছু বর্ণ রয়েছে। বাংলা ভাষায় ব্যঞ্জনবর্ণের সংখ্যা মোট ৩৯টি।

য়ড়ঢ়